27th February 2025 Current Affairs In Bengali | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

27th February 2025 Current Affairs In Bengali, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স, Today current affairs, কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৫

27th February 2025 Current Affairs In Bengali | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
27th February 2025 Current Affairs In Bengali | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs: 27th February, 2025

১) শক্তিকান্ত দাসকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করা হল। তিনি ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত RBI এর গভর্নর ছিলেন।

২) ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপের মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত ঘটেছে। ১৯৩৩ সালে প্রথম এই আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত ঘটেছিল।

৩) EX INS Guldar কে ভারতীয় নৌবাহিনী Maharashtra Tourism Development Corporation Limited এর হাতে তুলে দিলেন আন্ডারওয়াটর মিউজিয়াম তৈরির জন্য। ১২ই জানুয়ারি ২০২৪ সালে এই যুদ্ধ জাহাজটিকে ডি- কমিশন করা হয়। 

৪) কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টার এর নেতৃত্বে Bureau Of Energy Efficiency (BEE) নতুন দিল্লিতে প্রথম আন্তর্জাতিক কার্বন বাজার সংক্রান্ত আলোচনা সভা Prakriti 2025 অনুষ্ঠিত করল।

৫) চন্দ্রযান-৩ এর রোভার প্রজ্ঞান থেকে প্রাপ্ত চিত্র ও তথ্যের সাহায্যে চাঁদের দক্ষিণ মেরুর প্রথম ভূবৈজ্ঞানিক ম্যাপ (Geological Map) তৈরি করা গেছে। এটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO, আহমেদাবাদের Physical Research Laboratory, চন্ডিগড়ের Punjab University এর সহযোগিতায় তৈরি হয়েছে।

৬) NASA এবং Space-X এর মিলিতভাবে তৈরি এথেনা নামক ল্যান্ডারকে চাঁদের উদ্দেশ্যে ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করল।

৭) এই প্রথম International Booker Prize 2025 এর জন্য কন্নড় ভাষায় লেখা কোন বই বাছাই পর্বের জন্য মনোনীত হয়েছে। বইটির নাম হল "হার্ট ল্যাম্প"। বইটি লেখিকা হলেন বানু মুস্তাক। বইটির ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি। 

৮) সম্প্রতি এক আন্তর্জাতিক গবেষণায় পাওয়া গেছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বাসিন্দারা স্তন ক্যান্সার রোগে আক্রান্ত দের  তালিকায় সর্বপ্রথম, যেখানে দক্ষিণ মধ্য এশিয়ার দেশগুলোতে এই রোগে আক্রান্তদের সংখ্যা অত্যন্ত কম। International Agency For Research On Cancer (IARC) এবং Global Cancer Observatory (GLOBOCAN) সংস্থা ১৮৫ টি দেশের উপর এই গবেষণা চালিয়েছিলেন।

৯) ডেনমার্ক ভারতের সাথে একযোগে Green Transition Alliance India স্কিম উদঘাটন করল। যেটির লক্ষ্য হবে অপ্রচলিত শক্তির ব্যবহারের বৃদ্ধি ঘটানো।

১০) অসম সরকার আধিকারিক ভাবে বোডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন এ বাথোইজম (Bathouism) ধর্মের স্বীকৃতি দিল।

Read more:-

১) 26th February 2025 Current Affairs In Bengali | ২৬শে ফেব্রুয়ারী ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

To get updates about more gk questions regularly, please join with us in social media:

1) Facebook

2) Telegram

3) WhatsApp

আশা করি, আপনার আজকের ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পছন্দ হয়েছে। এই আর্টিকেল টিকে গুরুত্বপূর্ণ মনে হলে অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। WB GK ADDA তে ভিজিট করার জন্য ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post