Today we will discuss 10 most important science gk questions in bengali for wbp constable exam 2025. It is the Part-1 of science gk tutorial. So let's start.
To get updates about more gk questions regularly, please join with us in social media:
1) Facebook
2) Telegram
3) WhatsApp
Science GK Questions For WBP Constable Exam 2025 In Bengali:
1) নিচের কোনটি একটি ভেক্টর রাশি?- উত্তর: ভরবেগ
A. ভর B. ভরবেগ C. শক্তি D. কার্য
তথ্য: যে সকল রাশির মান ও অভিমুখ দুই বিদ্যমান, সেই সকল রাশিকে ভেক্টর রাশি বলা হয়।
যেহেতু ভরবেগের মান ও অভিমুখ দুই বর্তমান রয়েছে তাই ভরবেগ হল একটি ভেক্টর রাশি। বস্তুর ভর m ও বেগ v হলে, ভরবেগ p এর সমীকরণ হবে, p=mv.
ভরবেগ এর এসআই (SI) একক হল কিলোগ্রাম-মিটার/সেকেন্ড (kg m/s)। এর মাত্রা হল MLT-¹ .
2) মরুভূমিতে মরীচিকার সৃষ্টি হয় কেন?- উত্তর: আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
A. আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন B. ব্যতিচার C. প্রতিফলন D. বিক্ষেপণ
তথ্য: ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের সময় আলোক রশ্মি যদি বিভেদতলে দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বৃহত্তর কোণে আপতিত হয় তবে রশ্মিটি লঘু মাধ্যমে প্রতিসৃত না হয়ে দুই মাধ্যমের বিভেদতল থেকে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে উক্ত ঘটনাকে আলোকের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। এই ঘটনার কারণে মরুভূমিতে মরীচিকা সৃষ্টি হয়।
3) লোহার সবচেয়ে বিশুদ্ধ রূপ কোনটি?- উত্তর: রট আয়রন
A. কাস্ট আয়রন B. রট আয়রন C. কাঁচা লোহা D. আয়রন পাইরাইটস
তথ্য: শিল্পে ব্যবহৃত আয়রন বা লোহার বিশুদ্ধতম রূপ হল রট আয়রন বা পেটা লোহা। এই ধরনের লোহাতে সাধারণত 0.1%-0.15% কার্বন থাকে।
এছাড়া কিছু পরিমাণে সিলিকন, ফসফরাস বা সালফার থাকতে পারে। এই ধরনের লোহাতে বিশুদ্ধ লোহার পরিমাণ প্রায় 99.5% ।
4) কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়?- উত্তর: অ্যামমিটার
A. ওহম মিটার B. ভোল্টমিটার C. অ্যামমিটার D. গ্যালভানোমিটার
তথ্য: অ্যামমিটার হল একটি বর্তনীতে তড়িৎ প্রবাহ পরিমাপের যন্ত্র। ওহমমিটার যন্ত্রটিকে বৈদ্যুতিক রোধ পরিমাপ করতে ব্যবহার করা হয়।
ভোল্ট মিটার এর সাহায্যে বর্তনীর দুই বিন্দুর মধ্যেকার বিভব পার্থক্য ভোল্ট এককে পরিমাপ করা হয়। গ্যালভানোমিটার এর মাধ্যমে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করা হয়।
5) কোনটি একটি ডাইস্যাকারাইড এর উদাহরণ নয়?- উত্তর: ফ্রুকটোজ
A. ফ্রুকটোজ B. মলটোজ C. ল্যাকটোজ D. সুক্রোজ
তথ্য: দুটি মনোস্যাকারাইড যুক্ত হয়ে ডাইস্যাকারাইড গঠন করে। যেমন মলটোজ যা বার্লি গাছের অঙ্কুরোদগমের সময় পাওয়া যায়, সুক্রোজ যা আখের রস, চিনি, গুড় থেকে পাওয়া যায় ও ল্যাকটোজ যা একটি দুগ্ধ শর্করা।
কার্বোহাইড্রেট এর একটি মাত্র অণু দ্বারা গঠিত মিষ্টি স্বাদযুক্ত বর্ণহীন কেলাসিত যৌগকে মনোস্যাকারাইড বলে। যেমন গ্লুকোজ, গ্যালাকটোজ, ফ্রুকটোজ ইত্যাদি।
6) মেসোফিল কলা কোথায় অবস্থিত?- উত্তর: পাতা।
A. মূল B. কাণ্ড C. পাতা D. ফল
তথ্য: গাছের পাতায় মেসোফিল কলা অবস্থিত। এটি ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত।
মেসোফিল কলা CO2 স্থিতিকরণ করতে ও সালোকসংশ্লেষে সাহায্য করে।
7) লাফিং গ্যাস কোনটি?- উত্তর: N2O
A. NO B. NO2 C. N2O D. N2O5
তথ্য: নাইট্রাস অক্সাইড (N2O) হল বর্ণহীন, গন্ধহীন খানিকটা মিষ্টি স্বাদ যুক্ত, অজ্বলনশীল গ্যাস। ১৭৭২ খ্রিষ্টাব্দে ইংরেজ রসায়নবিদ জোসেফ প্রেস্টলি এই গ্যাসটি আবিষ্কার করেন ও পরবর্তীকালে হামফ্রে ডেভি এর নামকরণ করেছিলেন।
নাইট্রাস অক্সাইডকে তার অনুভূতিনাশক ও বেদনা নাশক প্রভাবের জন্য অস্ত্রোপচার ও দন্ত চিকিৎসায় ব্যবহার করা হয়।
8) কোন মৌলের অভাবে গাছের পাতায় ক্লোরোসিস ঘটে?- উত্তর: ম্যাগনেসিয়াম
A. ফসফরাস B. ক্যালসিয়াম C. সোডিয়াম D. ম্যাগনেসিয়াম
তথ্য: ম্যাগনেসিয়ামের অভাবে গাছের পাতায় ক্লোরোসিস রোগ ঘটে। এই রোগে গাছের পাতার স্বাভাবিক সবুজ বর্ণ নষ্ট হয় ও পাতা হলুদ বর্ণ ধারণ করে।
9) মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থিটির নাম কি?- উত্তর: লিভার।
A. হার্ট B. লিভার C. কিডনি D. ব্রেন
তথ্য: লিভার বা যকৃত হল মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। যকৃত পিত্তরস ক্ষরণ দ্বারা স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক ও শোষণে সাহায্য করে।
এই গ্রন্থি টি উদর গহবরের উপরে ডানদিকে, মধ্যচ্ছদার তলদেশে এবং পাকস্থলীর উপরে অবস্থিত।
10) মোমবাতির জ্বলন কি ধরনের পরিবর্তন?- উত্তর: ভৌত ও রাসায়নিক দুইই।
A. রাসায়নিক B. ভৌত C. ভৌত ও রাসায়নিক দুইই D. কোনোটিই নয়।
তথ্য: মোমবাতির জ্বলনে ভৌত ও রাসায়নিক দুই ধরনের পরিবর্তন ঘটে। মোমবাতির জ্বলনে সেটি কঠিন থেকে তরল পদার্থে পরিণত হয়, এক্ষেত্রে বস্তুটির ভৌত পরিবর্তন ঘটে। আবার একই সময়ে মোমবাতির রাসায়নিক বন্ধন ভেঙে সেটি থেকে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প তৈরি হয়। যেটি হল রাসায়নিক পরিবর্তন।
Read more:
1) History GK Questions For WBP Constable 2025 In Bengali Part-1
2) 10 Most Important Geography GK For WBP Constable 2025 In Bengali (Part-1)
3) Download PDF Of WBP Constable Science GK Part-1
So, these are 10 most important science gk questions for wbp constable recruitment exam in bengali. Hope it will be very helpful for you.
