History GK Questions For WBP Constable 2025 In Bengali Part-1

GK (General Knowledge) is an important part in every competitive exam. In this article we will discuss 10 important history GK questions for wbp exam.

So let's start the Part-1 question answer session of WBP history GK in Bengali.

To get updates about more gk questions regularly, please join with us in social media:

1) Facebook

2) Telegram

3) WhatsApp

History GK Questions For WBP Constable Exam 2025:

১. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে চম্পারণ সত্যাগ্রহের স্থানীয় নেতা ছিলেন?- উত্তর: রাজকুমার শুক্লা

A. ইন্দুলাল যাজ্ঞিক B. রাজেন্দ্র প্রসাদ C. রাজকুমার শুক্লা D. গান্ধীজি 

তথ্য: ১৯১৭ খ্রিষ্টাব্দে গান্ধীজির নেতৃত্বে তিনকাঠিয়া ব্যবস্থার প্রতিবাদে চম্পারণে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। 

এই সময় রাজকুমার শুক্লা গান্ধীজি কে চম্পারণে যেতে আহ্বান জানান। এই আন্দোলনের অন্যান্য নেতারা ছিলেন ব্রজকিশোর, রাজেন্দ্র প্রসাদ, মহাদেব দেশাই, নরহরি পারেখ, জে. বি. কৃপালিনি, এ. এন. সিনহা, গোরক্ষ প্রসাদ।

History GK Questions For WBP Constable 2024 In Bengali Part-1

২. শেষ মৌর্য সম্রাট কে ছিলেন?- উত্তর: বৃহদ্রথ।

A. অশোক B. পুষ্যমিত্র C. চন্দ্রগুপ্ত D. বৃহদ্রথ

তথ্য: শুঙ্গ বংশের রাজা পুষ্যমিত্র শুঙ্গ শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথ কে হত্যা করে মগধের সিংহাসনে বসেন।

৩. কোন গুপ্ত সম্রাট গুপ্তাব্দ সূচনা করেন?- উত্তর: প্রথম চন্দ্রগুপ্ত।

A. দ্বিতীয় চন্দ্রগুপ্ত B. ঘটৎকচ গুপ্ত C. শ্রীগুপ্ত D. প্রথম চন্দ্রগুপ্ত

তথ্য: প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকালে ৩২০ খ্রিস্টাব্দের ২৬ শে ফেব্রুয়ারি থেকে নতুন বর্ষ গণনা শুরু হয়। একে গুপ্তাব্দ বলে।

৪. কোন্ সম্রাট প্রথম জিজিয়া কর রদ করেন?- উত্তর: জয়নুল আবেদীন

A. প্রথম বাহাদুর শাহ B. জয়নুল আবেদীন C. আকবর D. আলাউদ্দিন খলজি 

তথ্য: জয়নুল আবেদীনের শাসনকাল ছিল ১৪২০-১৪৭০ সাল। তাকে কাশ্মীরের আকবর বলা হয়। 

তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ও গো হত্যা বন্ধ করেন। তিনি অমুসলিমদের উপর থেকে জিজিয়া কর তুলে নেন। কাশ্মীরের উলার হ্রদ তিনি খনন করান।

৫. কে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন?- উত্তর: উইলিয়াম জোন্স।

A. উইলিয়াম কেরি B. অ্যানি বেসান্ত C. উইলিয়াম জোন্স D. এদের কেউ নন

তথ্য: ১৭৮৪ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। ইনি কলকাতা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। 

এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচ্য শিক্ষা সংস্কৃতিকে সংরক্ষণ ও উন্মেষ ঘটানোর জন্য।

৬. হিতোপদেশ বইটিকে কে ফারসি ভাষাতে অনুবাদ করেছিলেন?- উত্তর: তাজ-উল-মালি।

A. তাজ-উল-মালি B. বদাউনি C. দারাশিকো D. ফয়জি।

তথ্য: মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে তাজ-উল-মালি হিতোপদেশ বইটিকে ফারসি ভাষায় মুফাররিহ আল-কুলুব নামে অনুবাদ করেন।

হিতোপদেশ হলো ভারতীয় লেখক বিষ্ণু শর্মার সংস্কৃত ভাষায় মানব ও পশু চরিত্রের দ্বারা রচিত অসংখ্য গল্পের সংকলন।

৭. কোন ভাইসরয়ের সময়কালে কেরালার মোপলা বিদ্রোহ হয়েছিল?- উত্তর: লর্ড রিডিং।

A. লর্ড আরউইন B. লর্ড উইলিংটন C. লর্ড চেমসফোর্ড D. লর্ড রিডিং ।

তথ্য: মোপলা বিদ্রোহ ভাইসরয় লর্ড রিডিং (১৯২১-১৯২৬) এর সময়কালে ঘটেছিল, যা মালাবার বিদ্রোহ নামেও পরিচিত।

১৯২১ সালে কেরলের মালাবার অঞ্চলে মুসলমান মোপলা কৃষকরা হিন্দু জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে মোপলা বিদ্রোহ করেছিল।

এই বিদ্রোহের নেতারা ছিলেন কানহামমত গাজী, কলথিনগল মোহাম্মদ, আলী মুসালিয়ার, সিথি কয়ামঙ্গল প্রমূখ।

৮. কোন মুঘল সম্রাট দীন-ই-ইলাহী ধর্ম প্রচার করেন?-উত্তর: আকবর। 

A. শাহজাহান B. জাহাঙ্গীর C. হুমায়ুন D. আকবর 

তথ্য:১৫৮২ খ্রিষ্টাব্দে আকবর দীন-ই-ইলাহী নামক এক নতুন ধর্ম মত প্রবর্তন করেন। ১৮ জন বিশিষ্ট মুসলমান ও বীরবল (মহেশ দাস) এই ধর্মমত গ্রহণ করেন। 

রাজা ভগবান দাস ও মানসিংহ দীন-ই-ইলাহী গ্রহণ করতে অস্বীকার করেন।

৯. কলকাতায় হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন?- উত্তর: রাজা রামমোহন রায়।

A. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর B. রাজা রামমোহন রায় C. হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও D. কেশবচন্দ্র সেন

তথ্য: রাজা রামমোহন রায় ১৮১৭ সালে ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ এর সহযোগিতায় কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। 

হিন্দু কলেজ বা প্রেসিডেন্সি কলেজ যা বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। ২০১৭ সালে এই বিশ্ববিদ্যালয়ের ২০০ তম  বর্ষপূর্তি উদযাপন হয়েছিল।

প্রসঙ্গত রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। তাকে ভারতীয় রেনেসাঁর জনক বলা হয়। স্বাধীনতা সংগ্রামী গোপালকৃষ্ণ গোখলে তাকে আধুনিক ভারতের জনক আখ্যা দিয়েছেন।

১০. কে বাংলার আকবর নামে পরিচিত ছিলেন?- উত্তর: হুসেন শাহ।

A. ইলিয়াস শাহ B. সিকান্দার শাহ C. নসরত শাহ D. হুসেন শাহ

তথ্য: হুসেন শাহের সময়ে (১৪৯৩-১৫৩৮) চৈতন্যদেবের আবির্ভাব ঘটে এবং হিন্দু মুসলিম সমন্বয় গড়ে ওঠে। তার পরধর্ম সহিষ্ণুতার জন্য তাকে বাংলার আকবর বলা হয়। 

কৃষ্ণ দাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, বিপ্র দাস পিল্লাইয়ের মনসামঙ্গল, জয়ানন্দ এর চৈতন্য মঙ্গল রচিত হয় হুসেন শাহের সময়ে।

Read more:

1) 10 Most Important Science GK For WBP Constable Exam 2025 In Bengali (Part-1)

2) Download WBP History GK Questions PDF Part-1

So these are the 10 most important GK questions for WBP Constable exam 2025 (Part-1). Stay connected with us to get regular updates of important GK questions. Thanks for Visiting WB GK ADDA.

Post a Comment

Previous Post Next Post