26th February 2025 Current Affairs In Bengali, ২৬শে ফেব্রুয়ারী ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স, Today current affairs, কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৫
![]() |
| 26th February 2025 Current Affairs In Bengali | ২৬শে ফেব্রুয়ারী ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs: 26th February, 2025
১) মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি নেতৃত্বাধীন হরিয়ানা সরকার গুরুত্বপূর্ণ ক্রিমিনাল কেসে সাক্ষীদের সুরক্ষা দিতে, Haryana Witness Protection Scheme 2025 চালু করল।
২) মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় ৫১তম Khajuraho Dance Festival 2025 অনুষ্ঠিত হল।
৩) Delhi AIIMS এর আধুনিকীকরণ ও চিকিৎসা গবেষণার জন্য নীতি আয়োগ ভি.কে পল এর নেতৃত্বে একটি কমিটি গঠন করল।
৪) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ এ আসামে ঐতিহাসিক ঝুমুর নৃত্যের Jhumoir Binodini 2025 উদঘাটন করল। যা আসামের চা শিল্পের ২০০ তম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছিল। ৮০০০ চা শ্রমিক এই নৃত্য প্রদর্শন করেছিল। এটি গুয়াহাটির সারুশজাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।
5) পঙ্কজ আদবানি, ইরানের আমির সার্কোস কে ৪-১ হারিয়ে Asian snooker championship 2025 প্রতিযোগিতা জয়ী হল। এটি কাতারের দোহা তে অনুষ্ঠিত হয়েছিল। এটি পঙ্কজ আদবানির ১৪ তম এশিয়ান পদক।
৬) ভারত- বাংলাদেশ BSF (ইস্টার্ন কমান্ড কলকাতা) ও BGB (ঢাকা) নতুন সীমান্ত হট লাইন স্থাপন করল, যাতে অবৈধভাবে সীমান্ত লঙ্ঘন, চোরা পাচার ইত্যাদি প্রতিরোধ করা যায়।
৭) চীন সফলভাবে xichang উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ 3 বি রকেটের সাহায্যে ChinaSat-10R উপগ্রহ উৎক্ষেপণ করল। এটি একটি কমিউনিকেশন স্যাটেলাইট যা ২২শে ফেব্রুয়ারি ২০২৫ এ উৎক্ষেপণ করা হয়।
৮) RBI মহিলাদের অন্তর্ভুক্তির জন্য Financial Literacy Week 2025 পালন করবে। যা ২৪ শে ফেব্রুয়ারি- ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত পালিত হবে মূলত মহিলাদের আর্থিকভাবে সুরক্ষা প্রদানের জন্য।
৯) নমিতা গোখলে Life On Mars নামক বইয়ের উদঘাটন করল। ইনি Things To Leave Behind উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন।
১০) দিল্লি বিধানসভার স্পিকার হিসেবে বিজেন্দ্র গুপ্তাকে নির্বাচন করা হল। ইনি রোহিনী বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি (BJP) নেতা হিসেবে জয়লাভ করেছেন।
Read more:-
১) WBPSC Clerkship Exam 2024 Answer Key Download In PDF
২) 27th February 2025 Current Affairs In Bengali | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
To get updates about more gk questions regularly, please join with us in social media:
1) Facebook
2) Telegram
3) WhatsApp
