Today we will discuss 10 most important geography GK question for wbp constable exam 2025 in Bengali. It is the part-1 of geography GK tutorial. So let's start.
To get updates about more gk questions regularly, please join with us in social media:
1) Facebook
2) Telegram
3) WhatsApp
WBP Constable Geography GK Questions In Bengali:
১) কোন মহাদেশে আন্দিজ পর্বতমালা অবস্থিত?- উত্তর: দক্ষিণ আমেরিকা
A. দক্ষিণ আমেরিকা B. উত্তর আমেরিকা C. এশিয়া D. আফ্রিকা
তথ্য: আন্দিজ পর্বতমালা হলো হিমালয়ের পর দ্বিতীয় উচ্চতম পর্বতমালা। বলিভিয়া নামক দেশে এই পর্বতমালার বিস্তার সর্বাধিক।
ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, বলিভিয়া, পেরু, চিলি ও আর্জেন্টিনা এই সাতটি দেশের মধ্যে দিয়ে এই পর্বতমালা বিস্তৃত।
এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট অ্যাকানকাগুয়া (৭০২১ মিটার)।
২) লোয়েস কী দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ?- উত্তর: বায়ু (সঞ্চয় কার্য)
A. সমুদ্র B. বায়ু C. নদী D. হিমবাহ
তথ্য: প্রবল বায়ুপ্রবাহের প্রভাবে অতি সূক্ষ্ম বালুকণা যখন বহুদূর স্থানে বাহিত হয় ও সঞ্চিত হয় তখন যে ভূমিরূপ গঠন করে তাকে লোয়েস সমভূমি বলে।
এই প্রকার ভূমিরূপকে মধ্য ইউরোপে লিমন ও আমেরিকা যুক্তরাষ্ট্রে অ্যাডোব বলে।
গোবি মরুভূমির হলদে রংয়ের বালুরাশি বহুদূরে চীনের হোয়াংহো অববাহিকায় সঞ্চিত হয়ে বিস্তীর্ণ হোয়াংটু নামক লোয়েস সমভূমির সৃষ্টি করেছে।
৩) কোন ধরনের কয়লা সবচেয়ে উৎকৃষ্ট মানের?- উত্তর: অ্যান্থ্রাসাইট
A. লিগনাইট B. অ্যান্থ্রাসাইট C. বিটুমিনাস D. পিট
তথ্য: অ্যান্থ্রাসাইট হল সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা। এই কয়লাতে কার্বনের পরিমাণ প্রায় ৯০% থেকে ৯৫%।
ভারতের জম্মু ও কাশ্মীরে কিছু পরিমাণে অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায়।
৪) ক্ষেত্রী নামক খনিটি কোন ধাতু উত্তোলন করার জন্য বিখ্যাত?- উত্তর: তামা
A. তামা B. খনিজ তেল C. লোহা D. সোনা
তথ্য: রাজস্থানের ঝুনঝুনু জেলার ক্ষেত্রী নামক খনিটি তামা ধাতু উত্তোলন করার জন্য বিখ্যাত। তামা হল বিদ্যুতের সুপরিবাহী একটি ধাতু।
৫) মিসিসিপি: আমেরিকা:: কঙ্গো:?- উত্তর: আফ্রিকা
A. ইউরোপ B. রাশিয়া C. এশিয়া D. আফ্রিকা
তথ্য: মিসিসিপি হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দীর্ঘতম নদী। মিসিসিপি-মিজুরির মিলিত প্রবাহ হলো উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম ও বিশ্বের চতুর্থ দীর্ঘতম নদী।
কঙ্গো বা জাইরে হল আফ্রিকা মহাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। জলপ্রবাহের পরিমাণের দিক থেকে এটি আমাজন নদীর পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী।
৬) কেদারনাথ তীর্থস্থানটি কোথায় অবস্থিত?- উত্তর: উত্তরাখণ্ড।
A. উত্তর প্রদেশ B. জম্মু-কাশ্মীর C. উত্তরাখণ্ড D. হিমাচল প্রদেশ
তথ্য: কেদারনাথ হলো উত্তরাখণ্ড রাজ্যের অন্যতম একটি হিন্দু তীর্থস্থান। এটি উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল পর্বতশ্রেণীর কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত একটি শিব মন্দির।
পূর্বে উত্তরাখন্ড, উত্তর প্রদেশ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ২০০৭ সালে এটি উত্তর প্রদেশ থেকে পৃথক হয়ে উত্তরাখন্ড নামে আলাদা একটি রাজ্য রূপে আত্মপ্রকাশ করে।
৭) কোন পর্বত শ্রেণী নেপাল থেকে দার্জিলিং কে আলাদা করেছে?- উত্তর: সিঙ্গালিলা
A. সিঙ্গালিলা B. দার্জিলিং C. সিং চুলা D. চোলা
তথ্য: তিস্তা নদীর পশ্চিম প্রান্তের একদম শেষ দিকে অবস্থিত সিঙ্গালিলা পর্বতশ্রেণী নেপালকে পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে পৃথক করেছে।
এই পর্বত শ্রেণীর চারটি পর্বত শৃঙ্গ রয়েছে সেগুলি হল ফালুট, সান্দাকফু, টাংলু ও সবরগ্রাম। এদের মধ্যে সান্দাকফু হল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ।
৮) কোন নদীতে রানা প্রতাপ সাগর ড্যাম অবস্থিত?- উত্তর: চম্বল
A. নর্মদা B. চম্বল C. শতদ্রু D. গন্ডক
তথ্য: রানা প্রতাপ সাগর ড্যাম রাজস্থানে চম্বল নদীতে অবস্থিত। ১৯৫৩ সালে এই বাঁধ নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৭০ সালে এটি চালু করা হয়।
৯) নন্দা দেবী বায়োস্ফিয়ার কোন রাজ্যে অবস্থিত?- উত্তর: উত্তরাখণ্ড
A. সিকিম B. মেঘালয় C. উত্তরাখণ্ড D. হিমাচল প্রদেশ
তথ্য: নন্দা দেবী বায়োস্ফিয়ার উত্তরাখণ্ড রাজ্যের চামোলি গাড়ওয়াল জেলায় নন্দা দেবীর চূড়ার কাছাকাছি অবস্থিত।
এখানে হিমালয়ান কস্তুরী মৃগ, তুষার চিতা, এশিয়াটিক কালো ভাল্লুক, হিমালয়ান বাদামি ভাল্লুক, তাহর ইত্যাদি প্রাণী এবং বার্চ, রোডডেনড্রন, ফার, লাইকেন ইত্যাদি পাওয়া যায়।
১০) কোনটি লাদাখের নবগঠিত জেলা নয়?- উত্তর: হেমিস
A. দ্রাস B. নুবরা C. হেমিস D. জাস্কর
তথ্য: লাদাখ হল ভারতের নবগঠিত একটি কেন্দ্র শাসিত অঞ্চল। বর্তমানে লাদাখের জেলার সংখ্যা হল ৭ টি। সেগুলি হল লেহ, কার্গিল এবং নবগঠিত পাঁচটি জেলা হলো দ্রাস, নুবরা, জাস্কর, শাম, চাংথাং।
Read more:
1) 10 Most Important Science GK For WBP Constable Exam 2025 In Bengali (Part-1)
2) RRB Technician Grade 3 Answer Key 2024-25 Out: Download Now
3) Download PDF Of WBP Constable Geography GK Part-1
So these are 10 most important geography GK for wbp constable exam 2025 in Bengali. I hope it will be very helpful for you.