RPF Constable History GK Question In Bengali PDF Download

History GK Questions For RPF Constable Exam 2025

Today we will share 10 most important history GK for RPF Constable Exam 2025 in bengali PDF format. So you can download it and use it later. It is the part-2 of this history GK tutorial. So, let's start.

To get updates about more gk questions regularly, please join with us in social media:

1) Facebook

2) Telegram

3) WhatsApp

RPF Constable History GK Questions In Bengali:

1) কে আলীগড়ে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন?- উত্তর: A. সৈয়দ আহমেদ খান।

A. সৈয়দ আহমেদ খান B. মতিলাল নেহেরু C. মোহাম্মদ আলী জিন্না D. মোহাম্মদ ইকবাল

তথ্য:- স্যার সৈয়দ আহমেদ খান আলিগড়ে ১৮৭৫ সালে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। তাকে দ্বিজাতি তত্ত্বের স্থপতিও বলা হয়।

তিনি আলীগড় আন্দোলন শুরু করেছিলেন মুসলিমদের মধ্যে আধুনিক শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কারের জন্য। 

২) কোন দক্ষিণ ভারতীয় সাম্রাজ্য তার নৌ শক্তির জন্য বিখ্যাত ছিল?- উত্তর: C. চোল।

A. চালুক্য B. সাতবাহন C. চোল D. পল্লব 

তথ্য:- চোল রাজবংশ হল দক্ষিণ ভারতের একটি তামিল নৌবাহিনী ভিত্তিক সাম্রাজ্য। এটি হল বিশ্বের ইতিহাসে দীর্ঘতম শাসনকারী রাজবংশগুলোর মধ্যে অন্যতম।

৩) কোন স্থানটি ত্রিপাক্ষিক সংগ্রামের কেন্দ্রবিন্দু ছিল?-উত্তর: D. কোনৌজ।

A. পাটলিপুত্র B. জৌনপুর C. মগধ D. কোনৌজ 

তথ্য:- কোনৌজ কে কেন্দ্র করে বাংলার পাল বংশ, মধ্য ভারতের প্রতিহার বংশ ও দাক্ষিণাত্যের রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিপাক্ষিক সংগ্রাম হয়েছিল। 

এই ত্রিপাক্ষিক সংগ্রাম ২০০ বছর ধরে চলেছিল যার ফলে প্রতিটি রাজবংশই দুর্বল হয়ে পড়ে। এই যুদ্ধটি অষ্টম শতকের শেষভাগ থেকে নবম শতকের মধ্যভাগ পর্যন্ত স্থায়ী হয়েছিল।

History GK Questions For RPF Constable Exam 2025:

4) আকবরনামা গ্রন্থটির রচয়িতা কে?- উত্তর: B. আবুল ফজল।

A. আমির খসরু B. আবুল ফজল C. গুলবদন বেগম D. এদের কেউ নয়

তথ্য:- আবুল ফজল হল আকবরনামা গ্রন্থের রচয়িতা। যেখানে সম্রাট আকবরের রাজত্বকাল সম্পর্কে বর্ণনা রয়েছে।

এছাড়া আবুল ফজল রচিত অপর একটি গ্রন্থ হল আইন-ই-আকবরী যেখানে আকবরের শাসন কার্য নিয়ে আলোচনা করা হয়েছে।

5) কোন মৌর্য সম্রাট আজিবিকদের গুহা দান করেছিলেন?- উত্তর: A. দশরথ।

A. দশরথ B. অশোক C. কুনাল D. বৃহদ্রথ

তথ্য: মৌর্য সম্রাট দশরথ নাগার্জুন পাহাড়ের তিনটি গুহা আজীবিক সম্প্রদায়কে দান করেছিলেন। সম্রাট অশোক ছিলেন তার পিতামহ।

সম্রাট দশরথ চতুর্থ মৌর্য সম্রাট ছিলেন এবং তার আমলেই মৌর্য সাম্রাজ্যের পতন শুরু হয়।

6) ১৯২৮ সালে কেন সায়মন কমিশন বয়কট করা হয়েছিল?- উত্তর:- C. কমিশনে কোন ভারতীয় সদস্য ছিল না।

A. এটি মুসলিম লীগকে সমর্থন করেছিল B. সদস্যদের মধ্যে মতান্তর ছিল C. কমিশনে কোন ভারতীয় সদস্য ছিল না D. কংগ্রেস মনে করেছিল ভারতীয়রা স্বরাজ পাওয়ার যোগ্য

তথ্য:- ১৯২৮ সালে সাইমন কমিশন বয়কট করা হয়েছিল কারণ কমিশনে কোন ভারতীয় সদস্য ছিল না।

সাইমন কমিশন হলো সাত সদস্যের একটি কমিটি যারা ১৯১৯ খ্রিস্টাব্দের ব্রিটিশ শাসনব্যবস্থা পর্যালোচনা করার জন্য ১৯২৮ খ্রিস্টাব্দের ৩রা ফেব্রুয়ারি বোম্বাই এসেছিল।

এই কমিটিতে কোন ভারতীয় সদস্য ছিল না তাই একে অল হোয়াইট কমিশন বলা হয় এবং ভারতীয়রা সাইমন গো ব্যাক শ্লোগান দিয়েছিল।

RPF Constable History GK Question PDF Download:

7) কোন নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্য অবস্থিত ছিল?- উত্তর: D. তুঙ্গভদ্রা

A. কৃষ্ণা B. কাবেরী C. গঙ্গা D. তুঙ্গভদ্রা 

তথ্য:- বিজয়নগর সাম্রাজ্যটি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। এটি ১৪ থেকে ১৭ শতকের মধ্যকার সময়ের অন্যতম শক্তিশালী দক্ষিণ ভারতীয় সাম্রাজ্য।

এই সাম্রাজ্যের রাজধানী হল হাম্পি যা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বিজয়নগর সাম্রাজ্যটিতে অসংখ্য মন্দির ও প্রাসাদসহ বিস্ময়কর স্থাপত্য রয়েছে।

8) বিচারক কিংসফোর্ডের উপর হামলার সময় ক্ষুদিরাম বসুর সাহায্যকারী কে ছিলেন?- উত্তর: A. প্রফুল্ল চাকী।

A. প্রফুল্ল চাকী B. যতীন ঘোষ C. বিনয় কুমার বোস D. রাসবিহারী বোস 

তথ্য:- ১৯০৮ সালের ৩০শে এপ্রিল দুই বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী কিংসফোর্ড কে হত্যার চেষ্টা করেন। কিংসফোর্ড ছিলেন তৎকালীন বাংলার মুখ্য প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট। 

কিন্তু তারা ভুলবশত মিসেস কেনেডি ও তার কন্যাকে হত্যা করেন। এ ঘটনাটি ঘটেছিল বিহারের মোজফফরপুরে।

প্রফুল্ল চাকী গুলি করে আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম বসু পুলিশের হাতে ধরা পড়েন ও ১৯০৮ খ্রিস্টাব্দের ১১ আগস্ট তার ফাঁসি হয়।

9) হাওড়া ব্রিজ কবে নির্মিত হয়েছিল?- উত্তর: A. ১৯৪৩

A. ১৯৪৩ B. ১৯৪২ C. ১৯৪৭ D. ১৯৩৯

তথ্য:- হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু ১৯৪৩ সালে নির্মিত হয়েছিল। এটি হলো পশ্চিমবঙ্গের হুগলি নদীর ওপর অবস্থিত একটি ঝুলন্ত সেতু।

এই সেতুটি কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষা করে।

10) কোন ভারতীয় শাসক সর্বপ্রথম মোহাম্মদ ঘোরীকে পরাজিত করেছিলেন?- উত্তর: C. পৃথ্বীরাজ চৌহান

A. দ্বিতীয় ভীম B. জয় চন্দ্র C. পৃথ্বীরাজ চৌহান D. আনন্দ পালা

তথ্য:- তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ১১৯১ সালে প্রথম তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘোরী কে পরাজিত করেছিলেন।

কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধে ১১৯২ সালে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘরীর কাছে পরাজিত হন। এর ফলে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়।

Read more:-

1) WBPSC Clerkship Previous Year Question Paper PDF Download

2) RPF Constable History GK Part2 PDF Download

3) Purba Medinipur Court Recruitment 2025: 46 LDC, Group D

Final words:

So these are 10 most important history gk in bengali for RPF constable exam 2025. If you like this article then please share it with your friends. If you have any questions then please post a comment below.

Post a Comment

Previous Post Next Post